প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা সফটওয়্যারসমূহ

(এন্ড্রয়েড ও উইন্ডোজ সংস্করণ- ২০২০ )


শিশুমন কোমল। জাগতিক সবকিছুতেই তারা আনন্দ খোঁজে। তাদের বৈচিত্রময় জগতের যেটুকু তারা প্রকাশ করতে পারে, সেটুকুই আমরা দেখি। শিশু দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায় আনন্দ নিয়ে। তাই তাদের “লেখাপড়া হোক আনন্দের সাথে”, এই ছোট্ট ভাবনাটুকুকে সাথে নিয়ে আমরা সাধ্যমত চেষ্টা করেছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত বইগুলোর পাঠ্যসূচিকে আনন্দের সাথে শিশুর কাছে তুলে ধরতে।

 প্রাক-প্রাথমিক শিক্ষা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত প্রাক-প্রাথমিক শিক্ষা বইটির ইন্টার‌্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার। এতে আছে- বর্ণমালা পরিচিতি (স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ), বর্ণমালার গান, চারু ও কারু, মিল অমিলের খেলা, পরিবেশ, প্রযুক্তি স্বাস্থ্য নিরাপত্তা, প্রাক-গাণিতিক ধারণা, সংখ্যার ধারণা, সংখ্যার গান ইত্যাদি।


লিংক :  https://bijoyekushe.net.bd/index.php?action=bijoy_digital


Post a Comment

For any query, please let us know.
We try our best to answer you.

Previous Post Next Post