বিদ্যা অর্জন ও জ্ঞানের মাহাত্ম্য সম্পর্কে কুরআন ও হাদিস পাকের কতিপয় নির্দেশাবলীঃ- বিদ্যা শিক্ষার ফজিলত ( কুরআন পাকের প্রমাণ ঃ............ শাহিদাল্লাহু আন্নাহু লাইলাহা ইল্লা হুয়া অলমালাইকাতু অউলুল ইলমি ক্বাইমাম বিলক্বিছ্ত্ব(৩ঃ১৮) Allah bears witness that there is no ilah but He, and so do the angels and the men endued with knowledge. - অর্থঃ- "আল্লাহতায়ালা, ফেরেশতাগন এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত জ্ঞানবানগন সাক্ষ্য দিতেছেন যে, তিনি ব্যতীত অন্য কোন মাবুদ নাই"। লক্ষনীয় যে,মহান আল্লাহ কিরুপে প্রথমে নিজের দ্বারা এবং দ্বিতীয়তঃ ফেরেশতাগণ দ্বারা এবং তৃতীয়তঃ জ্ঞানবান অর্থাৎ আলেমগণ দ্বারা সাক্ষ্য দেয়া শুরু করেছেন।আলেমদের সম্মান মর্যাদা কত উচ্চে, এ হতে যথেষট বুঝা যায়। আল্লাহ বলেন,যারা জানে আর যারা জানে না তারা কি সমান(৩৯ঃ৯)?আল্লাহ বলেন,"বান্দাদের ভিতর জ্ঞান বানরাই আল্লাহকে অধিক ভয় করে"-(৩৫ঃ২৮)৷ ................. রাসুলের হাদিসঃ= আল্লাহর রাসুল বলেছেন,"আল্লাহ যার মঙ্গল ইচ্ছা করেন তিনি তাকে ধর্মের জ্ঞান দান করেন, এবং তাকে সত্য পথ দেখায়ে দেন(বুখারী,মুসলিম) "। রাসুল করিম বলেছেন, "আলেমগন(জ্ঞানবানগন) নবীদের ওয়ারীশ" (আবুদাউদ, তিরমিজি) । নবীজি বলেছেন, আসমান ও জমিনের ভিতর যা কিছু আছে, সমস্তই আলেমের জন্য ক্ষমা চায়(আবুদারদা)। রাসুল করিম বলেছেন, "নিশ্চয়ই হেকমত(তত্ত্বজ্ঞান) সম্মানিত লোকের সম্মান বৃদ্ধি করে এবং গোলামকে এতো উচ্চ করে যে, তাকে বাদশার স্থানে বসিয়ে দেয়( আবু নঈম)" হযরত বলেছেন, " মোনাফেকের ভিতর দুইটি স্বভাবের সমন্বয় হয় না। উত্তম হেদায়েত ও ফেকার জ্ঞান(তিরমিজি)"।৷ ইলম্ শিক্ষা করার ফজিলতঃ -.............. হাদিসে নববীঃ রাসুল করিম (সাঃ) বলেছেন, যে বিদ্যার্জনের পথ অনুসন্ধান করে, আল্লাহ তাকে বেহেশতের পথ হতে একটি পথের অনুসন্ধান দেন( মুছলিম)। হযরত বলেছেন - নিশ্চয়ই ফেরেশতাগন বিদ্যার্থীদের জন্য সন্তষটুচীত্তে তাদের পাখা বিস্তার করে দেয়(তিরমিজি)। হযরত বলেছেন, "প্রাতেঃ বের হয়ে বিদ্যার একটি পরিচ্ছেদ শিক্ষা করা,দুনিয়া এবং তার ভিতর যা কিছু আছে তা হতেও তা উত্তম( ইবনে হাব্বান)"। নবীজি বলেছেন," "মূর্খের মূর্খতার উপর চুপ থাকা উচিত নহে, আলেমদেরও তাদের এলমের উপর চুপ থাকা উচিত নহে " (তিবরানী)। হযরত বলেছেন, যে ইসলামকে পুনর্জিবীত করার জন্য বিদ্যান্বেষণ করে এবং তাতে তার মৃত্যু হয়, তার এবং নবীগনের মধ্যে বেহেশতে একটি মাত্র ধাপের পার্থক্য থাকবে( দারিমী)।....... ইলম শিক্ষা দেয়ার ফজিলতঃ=............ "উদ'উ ইলা ছাবীলি রাব্বিকা বিলহিকমাতি অল-মাও'ইযাতিল হাছানাতি অজ্বাদিলহুম বিল্লাতী হিয়া আহ্ছান"Invite all to the path of your lord with wisdom and goodly exhortation, and argue with them in a way that is the best. অর্থঃ- তোমার প্রভূর পথে হেকমত(তত্ত্বজ্ঞান) এবং উত্তম ওয়াজ নসিহতের দ্বারা আহবান করো( সূরা.. আন নাহল,আয়াত-১২৫)। .................. জ্ঞানবান ও চিন্তাশীল ব্যক্তি কারা এবং কুরআনের সাথে তাদের কি সম্পর্কঃ=....... ১। ইন্নামা ইয়াখ্ শাআল্লাহআ মিন ইবাদিহিল 'উলামাউ (সূরা ফাত্বির,আয়াত-২৮)। It is only those who has knowledge of His slaves that fear Allah. অর্থঃ- "আল্লাহর বান্দাদের মধ্যে নিশ্চয়ই কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে"। ২। কুল হাল ইয়াছতাবিল্লাযীনা ইয়া'লামূনা অল্লাযিনা লা ইয়া'লামূন; ইন্নামা ইয়াতাযাক্কারু ঊলুল আলবাব (সূরা আয্ যুমার,আয়াত-৯) - Say: will those who know and those who know not be held equal? It is only men of understanding who take lesson. অর্থঃ= আপনি বলুন; যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? নিশ্চয়ই জ্ঞানবান লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে।৷৷ ৩। আল্লাযিনা ইয়াছতামি উনাল ক্বাওলা ফাইয়াত্তাবি'উনা আহ্ ছানাহ্ ; উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু অউলাইকাহুম উলুল আলবাব"- (সূরা আয যুমার্,আয়াত-১৮)। Those who listen to the word and follow the excellent of it. Those are they whom Allah has guided, and those are men of understanding. অর্থঃ= "যারা মনোনিবেশ সহকারে কথা শুনে অতঃপর তার মধ্যে যা উত্তম সে অনুযায়ী কাজ করে। এরাই তারা যাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন এবং এরাই তারা যারা জ্ঞানবান।" ৪। ইউ'তিল হিক্ মাতা মাঁই ইয়াশাউ,অমাইঁ ইয়ু'তাল হিক্ মাতা ফাক্বাদ ঊতিয়া খাইরান কাছীরা ; অমাই ইয়ায্ যাক্কারু ইল্লা ঊলুল আলবাব"- (সূরা আল বাকারা,আয়াত-২৬৯)- He grants wisdom to whom He pleases and he to whom wisdom is granted he indeed is granted in abundant good. And none receives admonition except men of understanding. অর্থঃ= তিনি যাকে ইচ্ছা হিকমত(তত্ত্বজ্ঞান) দান করেন এবং যাকে হিকমত(তত্ত্বজ্ঞান) প্রদান করা হয় তাকে তো প্রচুর কল্যাণ দান করা হয়। আসলে কেবল বোধশক্তিসম্পন্ন ব্যাক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে। ৫।" আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাঅতিহি, উলাইকা ইউ'মিনূনা বিহি; অমাইঁয়্যাকফুর বিহি ফাউলাইকা হুমুল খাছিরুন "-(সূরা আল বাকারা,আয়াত-১২১)- Those to whom we have given the Book, we read it as it ought to be read, they are those who believe in it and those who disbelieve in it they are the losers. অর্থঃ= আমি যাদের কিতাব দিয়েছি; তাদের মধ্যে যারা তা যথাযথভাবে আবৃত্তি করে, তারাই তাতে বিশ্বাস করে; আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্থ।
إرسال تعليق
For any query, please let us know.
We try our best to answer you.